শ্রীনগর: কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। শনিবার দুপুরে জেলার হাজিন এলাকায় জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার সূত্র মারফত্ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। চান্দেরগির গ্রাম ঘিরে ফেলে তল্লাসি অভিযানের জেরে সংঘর্ষ হয় দুপক্ষের। তল্লাসি দলটির দিকে গুলি চালাতে শুরু করে আত্মগোপনকারী জঙ্গি দলটি। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। ৬ সন্ত্রাসবাদী নিহত হয়। পাশাপাশি বায়ুসেনার এক গারুদ কমান্ডোও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের জনৈক মুখপাত্র। এক সেনা জওয়ানের জখম হওয়ার খবরও রয়েছে।

এদিকে একটি সূত্রে বলা হচ্ছে, মুম্বই হামলার অন্যতম চক্রী পাকিস্তানে আশ্রিত লস্কর-ই-জঙ্গি কমান্ডার জাকিউর রহমান লকভির ভাগ্নে রয়েছে নিহত ৬ সন্ত্রাসবাদীর মধ্যে। এরা সবাই পাকিস্তানি। সেনা, সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশের যৌথ দল এদিনের অভিযানে সামিল। লকভির ভাগ্নে ছাড়াও নিহতদের মধ্যে আছে জারগাম ও মেহমুদ নামে দুই লস্কর জঙ্গি। জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি এস পি বৈদ। বৈদ জানান, নিহত জঙ্গিদের একজনের নাম ওবেইদ। সে জনৈক জাকির রহমান মাকির ছেলে, লকভির ভাগ্নে।





জঙ্গি বিরোধী এই অভিযান সফল হয়েছে বলে দাবি করেন ডিজিপি। সংঘর্ষস্থল থেকে ৬টি অস্ত্র উদ্ধার হয়েছে। চলতি বছরে নিরাপত্তাবাহিনীর হাতে প্রায় ১৭০ জন জঙ্গি খতম হয়েছে বলে সম্প্রতি জানিয়েছিলেন বৈদ।