সেনার জনসংযোগ অফিসার লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, সকাল ৭টা ৪৫ নাগাদ ভিমবার গলিতে পাক বাহিনী যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরু করে। বিশেষ করে সাধরণ জনবসতি এলাকাগুলি ওদের নিশানায় রয়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এস পি বৈদ ট্যুইট করে বালাকোটে নিয়ন্ত্রণ রেখায় শেলিংয়ের ফলে একটি পরিবারের ৫ জনের নিহত ও দুজনের আহত হওয়ার কথা জানিয়েছেন।
সেখানকার সামনের দিকের দেবতা ধর গ্রামের বাসিন্দা চৌধুরি মহম্মদ রিজওয়ানের বাড়িতে শেল উড়ে এসে পড়ায় মারা যায় পরিবারের লোকজন। বাড়ির কর্তা, এক মহিলা, এক কিশোর ও এক নাবালিকা রয়েছে মৃতদের মধ্যে।
তবে ভারতীয় জওয়ানরাও পাল্টা পাকিস্তানি শেলিংয়ের কড়া জবাব দিচ্ছে বলে জানান ওই পুলিশকর্তা।