মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ): ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে ঢোকার চেষ্টায় ধৃত ৫ পাকিস্তানি। নেপাল সীমান্তের কাছে সোনাউলি এলাকা থেকে তাদের পাকড়াও করে সশস্ত্র সীমা বল(এসএসবি)।

সশস্ত্র সীমা বলের কম্যান্ড্যান্ট শিব দয়াল জানিয়েছেন, ওই পাঁচ পাকিস্তানির মধ্যে ছিলেন দুই মহিলাও। তাদের কাছে ভারতের ভিসা ছিল না। শুধু পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এদেশে ঢোকার চেষ্টা করছিল। জিজ্ঞাসাবাদ করা হলে জানায়, কাঠমাণ্ডু থেকে আসছিল তারা।