গুয়াহাটি: একজন মহিলা সহ পাঁচ সন্দেহভাজন রোহিঙ্গাকে গুয়াহাটি স্টেশনে গ্রেফতার করল সরকারী রেলওয়ে পুলিশ।


প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর, ধৃতেরা মায়ানমারের বাসিন্দা। একজন মহিলা সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে জেরায় তাদের কাছ থেকে পাওয়া তদন্তের ভিত্তিতে আরও ২ জনকে স্টেশন চত্বর থেকে আটক করে পুলিশ।

রুটিন চেকিং-এর সময় ওই উক্ত মহিলার কাছ থেকে একটি কোর্ট অর্ডার পাওয়া যায়। ওই কোর্ট অর্ডার থেকে জানা যায়, মণিপুরে গ্রেফতার হয়েছিল ওই মহিলা। কোর্ট অর্ডারে মহিলার জামিনের কথা লেখা ছিল। সঙ্গে থাকা দুজনের কাছে দিল্লির টিকিট থাকলেও ওই মহিলার কাছে কেবল প্ল্যাটফর্ম টিকিট ছিল।

তাদের কাছ থেকে উদ্ধার হয় ‘ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর দিল্লি’-র রিফিউজি সার্টিফিকেট। এছাড়াও তাদের কাছে ছিল জাল আঁধার কার্ড, সিগারেট, সাদা কফি, ও মায়ানমারের তৈরী বিভিন্ন ফল ও মিষ্টির প্যাকেট।

অসমের অর্থমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, কিছু কায়েমি স্বার্থান্বেষী মানুষ রোহিঙ্গাদের অসমে আনার চক্র তৈরী করেছে। রোহিঙ্গাদের নাম করে টাকা আদায় করাই এদের উদ্দেশ্য।