খেরোনিবাড়ি: অসমের তিনসুকিয়া জেলায় পাঁচজনকে গুলি করে মারল সন্দেহভাজন আলফা (স্বাধীন) জঙ্গিরা। মৃতদের মধ্যে একই পরিবারের তিনজন আছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। জখম হয়েছেন দু’জন।



এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ রাত আটটা নাগাদ ঢোলা-সাদিয়া সেতুর কাছে একটি গ্রামে গিয়ে সন্দেহভাজন জঙ্গিরা ৫-৬ জনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্বিচারে গুলি চালায়। এরপর অন্ধকারের সুযোগ নিয়ে তারা পালায়।



এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইট, ‘অসম থেকে ভয়াবহ খবর আসছে। আমরা তিনসুকিয়ায় নৃশংস হামলা এবং শ্যামল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ দাস ও ধনঞ্জয় নমশুদ্রর হত্যার তীব্র নিন্দা করছি। শোকস্তব্ধ পরিবারগুলির প্রতি সমবেদনা জ্ঞাপনের কোনও ভাষা নেই। অপরাধীদের দ্রুত সাজা দেওয়া উচিত। এটা কি এনআরসি-র ফল? এই ঘটনার প্রতিবাদে কাল কলকাতা ও শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস।’



অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই ঘটনার নিন্দা করে বলেছেন, ‘এই কাপুরুষোচিত হিংসার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ধরনের ঘটনা মেনে নেব না। হত্যাকারীদের ছাড়া হবে না।’