শ্রীনগর: নিয়ন্ত্রণ রেখায় কাশ্মীরের গুয়ারেজ ও নওগাম সেক্টরে ভারী তুষারপাতে নিখোঁজ পাঁচ সেনা। প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
গতকাল থেকেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় তুষারপাত ও বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই তুষারপাত আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে দুই জওয়ান ঢালে গড়িয়ে গিয়েছেন। অন্যদিকে, বান্দিপোরা জেলার গুয়ারেজের সাব-সেক্টর কাঞ্জালওয়ানে ভারি তুষারপাতে আরও তিন জওয়ান ফরোয়ার্ড পোস্ট থেকে নিঁখোজ হয়ে গিয়েছেন।
নিখোঁজ সেনা জওয়ানদের সন্ধানে তল্লাশি চলছে।
এর আগে পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন যে, গুয়ারেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে বাকটুর পোস্টে তুষার ধসের কারণে তিন সেনা নিখোঁজ হয়ে গিয়েছেন।
গুয়ারেজের তুলেইলে গতকাল তুষার ধসের কবলে পড়েন সেনার এক কুলি। এরপর থেকেই তিনি নিখোঁজ।
কাশ্মীরে প্রবল তুষারপাতে নিখোঁজ পাঁচ সেনা জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2017 06:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -