নয়াদিল্লি: খরাবিধ্বস্ত হরিয়ানার ঝিন্দ জেলায় একটি অব্যবহৃত কুয়োর মধ্যে জলের সন্ধানে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল পাঁচ গ্রামবাসীর। তাঁরা প্রত্যেকেই দলিত বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কুয়োটি পাঁচ-ছ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল। এর ফলেই সেটির মধ্যে বিষাক্ত গ্যাস জমে গিয়েছিল। ওই পাঁচ গ্রামবাসী কুয়োর মধ্যে নামায় সেই গ্যাস তাঁদের নাকে যায়। এর ফলে সেখানেই তাঁদের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই অঞ্চলে জলের আকাল দেখা দিয়েছে। পানীয় জল তো বটেই, নিত্য ব্যবহার্য জলেরও অভাব তীব্র। জল আনার জন্য গ্রামবাসীদের বহুদূরে যেতে হচ্ছে। প্রশাসন জলের সমস্যা দূর করার কোনও উদ্যোগ নিচ্ছে না। সেই কারণেই ওই কুয়োটি পরিষ্কার করে সেখান থেকে জল তোলার চেষ্টা করছিলেন ওই পাঁচ জন। কিন্তু তা করতে গিয়েই তাঁদের মৃত্যু হল।
এবার মহারাষ্ট্র, হরিয়ানা সহ দেশের বিভিন্ন রাজ্য খরার কবলে পড়েছে। গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট জল সমস্যা মেটানোর ক্ষেত্রে কোনও উদ্যোগ না নেওয়ার জন্য হরিয়ানা সহ একাধিক রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে। যদিও হরিয়ানা সরকার ঝিন্দ জেলায় পানীয় জলের সমস্যার কথা মানতে নারাজ। পুলিশের দাবি, মৃত গ্রামবাসীরা পানীয় জলের সন্ধানে ওই কুয়োয় নামেননি।
জলের অভাব, অব্যবহৃত কুয়োয় নেমে বিষাক্ত গ্যাসে মৃত পাঁচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 May 2016 03:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -