ফুলবনি (ওড়িষা): ওড়িষার কন্ধমাল জেলার গুমুটমাহায় নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের সংঘর্ষ চলাকালে গোলাগুলির মধ্যে পড়ে গিয়ে প্রাণ হারাল দুজন মহিলা ও এক কিশোর সহ অন্তত ৫ গ্রামবাসী।
কন্ধমালের পুলিশ সুপার পিনাক মিশ্র জানান, গুমুটমাহায় গতিবিধির খবর পেয়ে গতকাল রাতে সেখানে যায় সিআরপিএফ, এসওজি, ডিস্ট্রিক্ট ভলান্টারি ফোর্সের যৌথ দল। সেখানে গুলির লড়াই চলে তাদের সঙ্গে মাওবাদীদের। অটোরিক্সায় চড়ে যাওয়া কয়েকজন গ্রামবাসী গুলিবিনিময়ের মধ্যে আটকে পড়েন। ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
বালিগুড়ার সাব ডিভিশনাল পুলিশ অফিসার এস এন মুর্মু ওই অটোর তিন সওয়ারি জখম হয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে কেন খামোখা মাওবাদী-নিরাপত্তাবাহিনীর সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ দিতে হল নিরীহ গ্রামবাসীদের, এই প্রশ্ন তুলে রায়গড়-ফুলবনী স্টেট হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।
ওড়িশায় মাওবাদী-নিরাপত্তাবাহিনী গুলির লড়াইয়ের মাঝে পড়ে হত ৬ গ্রামবাসী
web desk, ABP Ananda
Updated at:
09 Jul 2016 11:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -