গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ধর্ষণ করে খুন করা হল ৫ বছরের এক শিশুকে। ইন্দিরাপুরমের কানাভানি গ্রামে এই ঘটনা ঘটেছে।
মৃত মেয়েটির বাবা পুলিশে অভিযোগ করেছেন, তাঁদের ভাড়াটে মেয়েটিকে ধর্ষণ করে খুন করেছে। লোকটি নিষিদ্ধ মাদকের নেশা করত বলে তাকে বাড়ি ছাড়ার নির্দেশ দেন তাঁরা।
শুক্রবার থেকে নিখোঁজ হয়ে যায় ছোট্ট মেয়েটি। ইটের পাঁজার তলা থেকে উদ্ধার হয় তার দেহ। ময়নাতদন্তে জানা গিয়েছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। এই ঘটনায় খুন ও ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে।
অভিযুক্তকে গ্রেফতার করতে বিহার গিয়েছে পুলিশের একটি দল।
অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাড়ি ছাড়তে বলায় বাড়িওয়ালার ৫ বছরের মেয়েকে ধর্ষণ, খুন ভাড়াটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2017 11:47 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -