জম্মু: জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাক সেনার বিনা প্ররোচনায় লাগাতর গোলাগুলি বর্ষণের মধ্যে একটি সরকারি প্রাথমিক স্কুলে আটকে পড়েছে  প্রায় ৫০ জন পড়ুয়া। তাদের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে বলে এক সরকারি আধিকারিক জানিয়েছেন।

এদিন সকালে রাজৌরি ও পুঞ্চ জেলায় চারটি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে পাক সেনা।

রাজৌরির ডেপুটি কমিশনার শাহিদ ইকবাল চৌধুরী বলেছেন, পাক সেনার লাগাতর মর্টার বর্ষণের কারণে স্কুলের মধ্যেই আটকে পড়েছে ৪০ থেকে ৫০ জন খুদে পড়ুয়া। স্কুলটি তুলনামূলকভাবে একটু উঁচু জায়গায়। তাই পাক বাহিনীর গোলাগুলির মধ্যে  আটক পড়ুয়াদের স্কুল থেকে বের করে আনার কাজটা খুব কঠিন হয়ে পড়েছে।

যদিও তাদের উদ্ধার করে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। নৌসেরার কাদালির ওই স্কুল থেকে ১২ জন পড়ুয়াকে বের করে আনতে সক্ষম হয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ।

চৌধুরী জানিয়েছেন, বুটেল প্রুফ গাড়িতে করে ওই পড়ুয়াদের স্কুল থেকে বের করে আনা হয়েছে। পড়ুয়াদের উদ্ধারের জন্য তিনটি বুলেট প্রুফ গাড়ি পাঠানো হয়েছে। পাক সেনার গুলি বর্ষণের তীব্রতা কমলে বাকি পড়ুয়াদেরও উদ্ধার করা হবে।

গতকাল পাস সেনার গুলিতে নয় বছরের এক শিশুকন্যা ও সেনার এক জওয়ানের মৃত্যু হয়েছিল।