শিলং: ৫০০ বছরের পুরনো দুর্গা মন্দিরকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করতে চলেছে কেন্দ্র।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানান, মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিলস জেলার অন্তর্গত নার্তিয়াং গ্রামকে জাতীয় হেরিটেজ সাইট হিসেবে শীঘ্রই ঘোষণা করা হতে পারে। ওই গ্রামেই রয়েছে প্রাচীন দুর্গামন্দিরটি। তিনি বলেন, আমি গ্রাম পরিষদ এবং স্থানীয় মানুষদের আহ্বান করছি এই মর্মে একটি প্রস্তাব পাঠাতে। এই জায়গাটির স্বীকৃতি মেলা উচিত।



এক নৈসর্গিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছে ওই মন্দিরটি। জয়ন্তিয়া হিলস জেলার অন্তর্গত নার্তিয়াং গ্রামটি একটি পাহাড়ের ওপর অবস্থিত। নীচ দিয়ে বয়ে যাচ্ছে মিন্তাং নদী। সেই গ্রামেই রয়েছে এই দুর্গাবাড়ি। জানা গিয়েছে, ষোড়ষ বা সপ্তদশ শতাব্দী জয়ন্তিয়া রাজবংশের আমলে তৈরি হয়েছিল ওই মন্দিরটি। এমনিতে, খসি-জয়ন্তিয়া পাহাড় অঞ্চলে সর্ববৃহৎ একপ্র্রস্তরস্তম্ভের জন্য পর্যটকদের পছন্দের জায়গা এই নার্তিয়াং।


রিজিজু আশ্বাস দেন, তিনি কেন্দ্রীয় পর্যটন ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীকে অনুরোধ করবেন, এই জায়গার উন্নয়নের জন্য সহায়তা করতে।