পটনা: এক দলিত শিশুকন্যাকে একাধিকবার ধর্ষণের দায়ে অভিযুক্তকে মাত্র হাজার টাকা জরিমানা ও ৫১ বার ওঠবোস করার নির্দেশ দিয়ে ছেড়ে দিল বিহারের গয়ার সিধপুর পঞ্চায়েত। এভাবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে ধর্ষণের মতো অপরাধকে লঘু করার অপরাধে এখন সংবাদের শিরোনামে এসে গেছে এই পঞ্চায়েত।
প্রসঙ্গত, বাসেতা গ্রামের বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্রীকে মাসখানেক আগে স্কুল থেকে ফেরার সময় অপহরণ করে নিয়ে যায়, ওই গ্রামেরই স্থানীয় বাসিন্দা আকাশ নামের এক তরুণ। তারপর তাকে ধর্ষণ করে। এরপর মেয়েটিকে ঘটনার কথা কাউকে না জানানোর হুমকি দেয় সে। হুমকির পর মেয়েটিকে গত ছমাসে একাধিকবার ধর্ষণ করে ওই তরুণ। ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

মেয়েটির দাদার অভিযোগ, তরুণের বাবা-মাকে ঘটনার কথা জানালে তাঁরা বলেন, আপাতত বাচ্চাটি নষ্ট করে দিতে। এরজন্যে তাঁরা টাকা দিতেও প্রস্তুত ছিলেন। এছাড়াও আশ্বাস দেওয়া হয়, পরে ছেলেটির ও মেয়েটির বিয়ে দেওয়া হবে।

কিন্তু বাচ্চাটি নষ্ট করে দেওয়ার পর মেয়েটির পরিবার যখন ছেলেটির পরিবারের কাছে যায়, তখন তাঁরা বলেন, এটা যে ধর্ষণের ঘটনা তার প্রমাণ দিতে।

এরপরই মেয়েটির পরিবারের লোক পঞ্চায়েতে গেলে, সেখানকার সদস্যরা নিদান দেন, এটা ধর্ষণ নয়, দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়েছে। বিষয়টাকে লঘু করে অভিযুক্তকে যৎসামান্য জরিমানা ও ৫১ বার ওঠবোসের নির্দেশ দিয়ে ছেড়ে দেয় পঞ্চায়েত। এরপরই মেয়েটির পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে। কড়া শাস্তির মুখে পড়তে হবে পঞ্চায়েত সদস্যদেরও।