কেন গরহাজির ১৫ আগস্টের জাতীয় পতাকা উত্তোলনে, উত্তরাখণ্ডে শো কজ ৫৪ আইএএস অফিসারকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2017 02:21 PM (IST)
দেহরাদুন: ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের তেরঙ্গা পতাকা উত্তোলনের অনুষ্ঠানে গরহাজির থাকায় ৫৪ জন আইএএস অফিসারকে শোকজ নোটিস দিয়েছে উত্তরাখণ্ড সরকার। এই তালিকায় মুখ্য ও অতিরিক্ত সচিব পদমর্যাদার আমলারাও আছেন বলে সরকারি সূত্রের খবর। পৃথক উত্তরাখণ্ড রাজ্য গঠনের পর এই প্রথম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তোলার সময় না থাকায় এমন কঠোর ব্যবস্থা নেওয়া হল।
কেন তাঁরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গরহাজির ছিলেন, ওই আইএএস অফিসারদের চিঠি দিয়ে কারণ দর্শাতে বলেছেন মুখ্যসচিব এস রামস্বামী।
ঘটনাচক্রে স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডের মূল অনুষ্ঠানেও বেশ কয়েকজন সিনিয়র প্রশাসনিক অফিসার অনুপস্থিত থাকায় আগেই ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। সেখানে তিনি ভাষণ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে ওই আমলাদের কাছে পতাকা তোলার সময় না থাকার কারণ জানতে, যাঁরা সন্তোষজনক কারণ দেখাতে পারবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।
জেলাশাসকদেরও যে অধীনস্থ অফিসাররা পতাকা তোলার অনুষ্ঠানে আসেননি, তাঁদের কারণ দর্শানোর নোটিস দিতে বলা হয়েছে।
জনৈক প্রশাসনিক অফিসার জানান, সরকারি অনুষ্ঠানে না আসার উপযুক্ত কারণ দেখাতে পারবেন না যে সরকারি আমলা, অফিসাররা, তাঁদের বার্ষিক কনফিডেন্সিয়াল রিপোর্টে নেতিবাচক মতামত থাকবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -