কোয়েম্বাত্তুর: দুর্ঘটনার কবলে পড়ে ‘ব্রেন ডেড’ হয়ে যাওয়া এক ব্যক্তির শরীরের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপিত করা হল তিন জন রোগীর দেহে। তাঁরা এই অঙ্গ পেয়ে নতুন করে জীবন শুরু করতে চলেছেন।
রবি (৫৪) নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর তিরুপুরের বাসিন্দা। গত বৃহস্পতিবার কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় একটি মোটরবাইক তাঁকে ধাক্কা মারে। মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার তাঁকে ভর্তি করা হয় কোভাই মেডিক্যাল সেন্টার অ্যান্ড হসপিটালে। সেদিন থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না রবি। কোয়েম্বাত্তুর মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন। এরপর তাঁরা জানিয়ে দেন, রবির মস্তিষ্কের মৃত্যু হয়েছে।
স্বামীর এই অবস্থা দেখে রবির স্ত্রী তাঁর অঙ্গ প্রতিস্থাপনে সম্মতি জানান। দু জন রোগীর দেহে রবির দুটি কিডনি প্রতিস্থাপিত করা হয়। অন্য একজনকে দেওয়া হয় হৃদযন্ত্র। এভাবেই তিন জনকে নতুন জীবন দিয়ে গেলেন পেশায় কাপড়ের কারখানার কর্মী রবি।
‘ব্রেন ডেড’ ব্যক্তির অঙ্গ প্রতিস্থাপনে নতুন জীবন পেলেন তিন জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jun 2016 04:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -