নয়াদিল্লি: গত ৪ মাস ধরে ভারত-পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় ৫৫টি জঙ্গি প্রশিক্ষণ শিবির চলছে পাকিস্তানের মদতে। সেখান থেকেই ট্রেনিং পাওয়া সন্ত্রাসবাদীদের জম্মু ও কাশ্মীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সন্ত্রাস ছড়ানোর জন্য। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে সরকারি কর্তারা জানিয়েছেন, আগে থেকে সেখানে এমন ক্যাম্প ছিল ৩৫টি। এ বছরে অন্তত ২০টি নতুন ক্যাম্প খোলা হয়েছে।

গত সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়, একাধিক ঘাঁটি জঙ্গিরাই সরিয়ে আরও ভিতরে নিয়ে যায়। কিন্তু সেই ক্যাম্পগুলিতে গত জানুয়ারি থেকে আবার পুরোদমে তত্পরতা শুরু হয়েছে, তার ওপর নতুন করে ২০টি শিবির খুলেছে জঙ্গিরা। সব মিলিয়ে ৫৫টি শিবির চলছে রমরম করে। অর্থাত্ ভারতীয় সেনার অভিযান সত্ত্বেও অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের দাপাদাপি বন্ধ হয়নি।
চলতি বছরের প্রথম ৪ মাসে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ৬০টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ১৫ জঙ্গি জম্মু ও কাশ্মীরে ঢুকতে পেরেছে বলে সূত্রটি জানিয়েছে।
গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে প্রশাসনিক কর্তারা এও জানিয়েছেন, বর্তমানে কাশ্মীর উপত্যকায় সক্রিয় প্রায় ১৬০ সন্ত্রাসবাদী। পাকিস্তানে বসে থাকা তাদের হ্যান্ডলাররা নিরাপত্তাবাহিনীর ওপর হামলার মাত্রা বাড়ানোর নির্দেশ দিয়েছে যাতে উত্তেজনা বহাল থাকে, নিয়ন্ত্রণ রেখায় ব্যতিব্যস্ত করে রাখা যায় ভারতের নিরাপত্তাবাহিনীকে। ৮ মে থেকে গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে প্রশাসন কাজ চালাবে শ্রীনগর থেকে, তাই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি সেখানে একের পর এক হামলা চালিয়ে বাহিনীকে চাঙ্গা করে রাখতে চাইছে।