গুয়াহাটি: নাম মামণি দাস। স্বামী নেই, বাড়ি অসমের রাজবাড়ি গ্রামে। সংসার টানতে রিকশা চালান মামণি। আর মনের মধ্যে লালন করেন স্বপ্ন, মেয়ের হাতে উঠবে কুস্তি প্রতিযোগিতার পদক।


৫৫ বছরের মামণির জীবনের লক্ষ্য একটাই। মেয়েকে নামি কুস্তিগীর তৈরি করা। খরচ জোগাতে বাধ্য হয়ে সাইকেল রিকশা চালানোর কাজে নেমেছেন তিনি। বহুবার মামণি নানা সংগঠনের কাছে একটু সাহায্যের আবেদন করেছেন। কিন্তু সাধারণ এক রিকশা চালকের আবেদনে কান দেওয়ার সময় পাননি কেউ।

তবে এতদিনে সম্ভবত ঠাকুর মুখ তুলে চেয়েছেন। বিখ্যাত অসমিয়া গায়ক অঙ্গরাগ পাপন মহান্ত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের কাছে মামণির ঘটনা জানিয়ে টুইট করেন। নম্বর দেন মামণির মেয়ের।

[embed]https://twitter.com/paponmusic/status/933209681027219456?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.indiatimes.com%2Fnews%2Findia%2F55-yo-woman-in-assam-pulls-rickshaw-to-help-daughter-become-wrestler-now-getting-help-from-cm-334316.html[/embed]

সেই টুইটের জবাব দেন রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেন, মামণির মেয়ের সঙ্গে কথা হয়েছে তাঁর। নিজস্ব ব্যবসা শুরু করতে কম সুদে ঋণ পাইয়ে দেবেন তাঁকে। এ জন্য তাঁদের কিছু বন্ধক রাখতে হবে না।

[embed]https://twitter.com/himantabiswa/status/933531609524867072[/embed]