নয়াদিল্লি: পাকিস্তানের সেনাবাহিনীর গোলাগুলির ফলে যাতে নিরীহ নাগরিকদের ক্ষয়ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করার জন্য এবার জম্মু ও কাশ্মীরের রজৌরি জেলায় সীমান্তে মাটির তলায় ৫,৫০০ বাঙ্কার তৈরি করা হচ্ছে। এছাড়া ২০০টি কমিউনিটি হল তথা বর্ডার ভবনও তৈরি করা হবে বলে জানা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, চলতি অর্থবর্ষেই এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে ১৫৩.৬০ কোটি টাকা। রাজ্য সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রক এই প্রকল্প অনুমোদন করেছে।
ওই আধিকারিক আরও জানিয়েছেন, ১২০ কিমি দীর্ঘ লাইন অফ কন্ট্রোলের সাতটি ব্লকে ৫,১৯৬টি বাঙ্কার তৈরি করা হবে। সুন্দেরবানি, কিলা দ্রাহাল, নৌশেরা, ডুঙ্গি, রজৌরি, পঞ্জগ্রাইন ও মানাজাকোটে অঞ্চলে হবে বাঙ্কারগুলি। এছাড়া সংঘর্ষ বিরতি লঙ্ঘনের সময় বা জরুরি পরিস্থিতিতে যাতে গ্রামবাসীরা আশ্রয় নিতে পারেন, সেজন্য লাইন অফ কন্ট্রোল থেকে তিন কিমির মধ্যে ২৬০টি কমিউনিটি বাঙ্কার ও ১৬০টি কমিউনিটি হল তৈরি করা হবে। বর্ডার ভবনগুলি তৈরি হবে নিরাপদ জায়গায়। সেগুলিতে ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিতে পারবেন। লাইন অফ কন্ট্রোলের তিন কিমির মধ্যে থাকা প্রতিটি পরিবারের জন্য আলাদা বাঙ্কার থাকবে। কমিউনিটি বাঙ্কার ও হল তৈরি করা হবে স্কুল, হাসপাতাল, থানা, পুলিশ চৌকি, সরকারি ভবন ও পঞ্চায়েত ভবনের কাছে।
পাক গোলাগুলি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে রজৌরিতে তৈরি হচ্ছে ৫,৫০০ বাঙ্কার
Web Desk, ABP Ananda
Updated at:
27 May 2018 03:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -