মোদীর ছাতি এখন ১০০-ইঞ্চি হয়েছে: শিবরাজ
Web Desk, ABP Ananda | 02 Oct 2016 05:36 PM (IST)
ভোপাল: পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে সেনাবাহিনীকে দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করানোর সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে চৌহান বলেন, এখন মোদীর ছাতি ৫৬-ইঞ্চি থেকে বেড়ে ১০০-ইঞ্চি হয়ে গিয়েছে। নিয়ন্ত্রণরেখার ওপারে গিয়ে জওয়ানদের সফল সার্জিক্যাল স্ট্রাইকের জন্য তিনি সেনার ভূয়সী প্রশংসা করেন। বলেন, সেনাকে অভিনন্দন, মোদীজিকে অভিনন্দন। মোদীর নেতৃত্বে দেশের আর্থিক উন্নয়ন হচ্ছে জানিয়ে শিবরাজ বলেন, আমাদের উন্নয়নের হার চিনকেও ছাপিয়ে গিয়েছে। আর এই উন্নয়নের জোয়ারে মধ্যপ্রদেশও নিজের দায়িত্ব পালন করছে বলে মনে করিয়ে দেন তিনি।