হায়দরাবাদ: সদ্য বাজারে আসা ২০০০ টাকার নোট জাল করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগে হায়দরাবাদের কাছে ইব্রাহিমপটনম অঞ্চল থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ২ লক্ষ ২২ হাজার ৩১০ টাকা মূল্যের জাল নোট। রচাকোন্ডার পুলিশ কমিশনার মহেশ ভাগবত বলেছেন, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার পরেই ধৃতরা জাল নোট ছেপে বাজারে ছড়িয়ে দেওয়া শুরু করে। এরপর ২০০০ টাকার নোট আসতেই সেই নোটও তারা জাল করে ফেলে। এই জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার সুযোগের অপেক্ষায় ছিল তারা। তবে তার আগেই খবর পেয়ে যায় পুলিশ। এই চক্রের সঙ্গে যুক্ত একজনের বাড়িতে হানা দিয়ে সবাইকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ৫০ হাজার টাকা মূল্যের আসল নোট, দুটি জেরক্স মেশিন এবং জাল নোট উদ্ধার করেছে পুলিশ।