পুণেতে ৮ বছরের মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত এক কিশোর ও ৫ নাবালক, সবচেয়ে ছোট অভিযুক্তের বয়স ৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Dec 2017 03:10 PM (IST)
পুণে: পুণেতে আট বছরের নাবালিকাকে মাসখানেক ধরে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার এক কিশোর ও আটক পাঁচ নাবালক। ঘটনাটি ঘটেছে পুণের কোনধওয়া এলাকায়। এই ঘটনাটি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। গতকাল নির্যাতিতার পেটে মারাত্মক যন্ত্রণা হচ্ছিল। চিকিত্সকের কাছে নিয়ে গেলে, মেয়েটিকে পরীক্ষা করার সময় কিছু সন্দেহজনক চিহ্ন দেখতে পান ডাক্তার। তারপরই মেয়েটিকে জিজ্ঞেস করলে, সে জানায় তার ওপর গত কয়েক মাস ধরে যৌন হেনস্থা চালাচ্ছে ছ জনের দলটি। পুলিশকে পুরো ঘটনার কথা জানান মেয়েটির বাবা। কোনধওয়া থানার ইনচার্জ মিলিন্দ গাইকোয়াড় জানান, নির্যাতিতা এবং অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। এছাড়া তারা প্রত্যেকে একই স্কুলে পড়ে। ঘটনাটি গত কয়েক মাস ধরে চলছে। আঠারো বছরের কিশোরটির সঙ্গেই প্রথম মেয়েটির বন্ধুত্ব হয়। পাঁচ মাস আগের ঘটনা সেটি। মেয়েটির বাড়িতে গিয়েছিল কিশোরটি। তারপর মিষ্টি কিনে দেওয়ার অছিলায় মেয়েটিকে নিয়ে বেরোয় ছেলেটি। তারপর সেখানে কিশোরের সঙ্গে যোগ দেয় আরও পাঁচ নাবালক। পরে মেয়েটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে একে একে ধর্ষণ করে সকলে মিলে। অভিযুক্ত নাবালকদের বয়স যথাক্রমে ১২, ১০, ১০, ৯ এবং ৬। পক্সো আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ।