গ্যাংটক: পুজোর মুখে পাহাড়ে দুর্যোগ। অবিরাম বৃষ্টিতে সিকিমের নামচিতে পরপর ধস। ৩ জায়গায় বাড়ি ভেঙে মৃত শিশু-মহিলা-সহ ৬। আহত বেশ কয়েকজন।
বুধবার তখনও ভোরের আলো ফোটেনি। প্রবল বৃষ্টির মাঝেই হঠাৎই ধস নামে নামচির কাটেংয়ে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি। ঘুমের মধ্যেই মৃত্যু হয় আড়াই বছরের অ্যাঞ্জেল ও তার মা মঞ্জু তামাঙ্গের।
সকালে দ্বিতীয় বিপর্যয়টি ঘটে নামচির ঘুরপিছে। সেখানে বাড়ি ভেঙে মৃত্যু হয় ২ শিশু-সহ ৪ জনের। তৃতীয় বিপর্যয়টি ঘটে দক্ষিণ সিকিমের রাতেপানি নামসাংয়ে। সেখানে ধসে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় একজনের। ধস নামে বেশ কয়েকটি রাস্তাতেও। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দার্জিলিঙেও মঙ্গলবার সন্ধে থেকে দফায় দফায় বৃষ্টি হয়ে চলছে। ধসের আশঙ্কায় সতর্ক প্রশাসন।
প্রবল বৃষ্টিতে সিকিমের নামচিতে ধসে মৃত ৬, আহত ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Sep 2017 09:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -