রাঁচি: পুলিশের সঙ্গে সংঘর্ষে ঝাড়খণ্ডে মৃত্যু ৬ সন্দেহভাজন মাওবাদীর।

পুলিশ জানিয়েছে, আজ সকাল ৯ টা নাগাদ করমদিহি-ছিপাডোহার জঙ্গলে টহল দিচ্ছিল সিআরপিএফ-এর কোবরা বাহিনী। সেইসময় জওয়ানদের সঙ্গে গুলির লড়াই চলে মাওবাদীদের। ঘটনাস্থলে মাওবাদীদের উর্দি পরা ৬ জনের দেহ পাওয়া গিয়েছে। তাদের পাশ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। এলাকায় পুলিশি তল্লাশি অব্যাহত।