নয়াদিল্লি: ফের প্রাণ কাড়ল সিয়াচেনের তুষারধস। বরফে চাপা পড়ে ৪ জওয়ান ও ২ মালবাহকের মৃত্যু হল। সিয়াচেন হিমবাহের সেনা ছাউনির ওপর দিয়ে গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ আচমকা তুষারপ্রাচীর ধসে পড়ে। ধসে আটকে পড়েন ৮ জওয়ান।
ওই জওয়ানরা অন্তত ১৮,০০০ ফুট ওপরে বরফের মধ্যে দিয়ে টহল দিচ্ছিলেন। ছাউনিতে অসুস্থ হয়ে পড়া ১ জনকে উদ্ধার করতে গিয়েছিলেন তাঁরা। ছিলেন মালবাহকরাও। তখনই তাঁদের ওপর নেমে আসে তুষারধস। ২ জনকে উদ্ধার করা গিয়েছে, হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।
বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেনে প্রতি বছর মুখোমুখি লড়াইয়ে যত না সেনাকর্মী প্রাণ হারান, তার থেকে অনেক বেশি মারা যান তুষারধস ও প্রতিকূল আবহাওয়াজনিত কারণে। ১৯৮৪-তে পাকিস্তান সিয়াচেন দখলের জন্য সেনা পাঠায়। তখন থেকে কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় ছাউনি বসিয়েছে ভারতীয় সেনা।
সিয়াচেনে হঠাৎ তুষারধস, মৃত ৪ জওয়ান, ২ কুলি
ABP Ananda, Web Desk
Updated at:
19 Nov 2019 12:40 PM (IST)
ওই জওয়ানরা অন্তত ১৮,০০০ ফুট ওপরে বরফের মধ্যে দিয়ে টহল দিচ্ছিলেন। ছাউনিতে অসুস্থ হয়ে পড়া ১ জনকে উদ্ধার করতে গিয়েছিলেন তাঁরা।
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -