কেরলে মালয়ালি কবিকে 'হুমকি', গ্রেফতার ৬ আরএসএস কর্মী
Web Desk, ABP Ananda | 06 Feb 2018 02:54 PM (IST)
কোল্লাম (কেরল): কেরলের নামী মালয়ালি কবি কুরিপুঝা শ্রীকুমারকে হুমকি দেওয়ার অভিযোগ আরএসএস-বিজেপি কর্মীদের বিরুদ্ধে। গতকাল রাতে একটি অনু্ষ্ঠান সেরে ফিরছিলেন। কোট্টুক্কালে গাড়িতে উঠতে যাচ্ছিলেন তিনি, তাঁকে আটকে তারা ভয় দেখায় বলে অভিযোগ। পুলিশ এ ব্যাপারে ৬ জন আরএসএস কর্মীকে গ্রেফতার করেছে। তাঁর অভিযোগের ভিত্তিতে ১৫ জন সঙ্ঘ কর্মীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযোগ, কোচির কাছে একটি জায়গায় একটি দেওয়াল তৈরি করা হয়েছে জাতপাতের ভিত্তিতে। শ্রীকুমার ওই দেওয়াল নির্মাণ ঘিরে বিতর্কে হিন্দুত্ববাদীদের অবস্থানকে তীব্র আক্রমণ করেন ওই অনুষ্ঠানে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দপ্তর থেকেও পুলিশকে এ ঘটনার কঠোর ব্যবস্থা নিতে বলার পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে। এদিন বিধানসভায়ও বিষয়টি ওঠে। মুখ্যমন্ত্রী জানান, গত বেশ কয়েক বছরে দেশে স্বাধীন মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত বেড়েছে। এম এম কালবুর্গি, গোবিন্দ পানসারে, গৌরী লঙ্কেশদের এহেন অসহিষ্ণুতায় প্রাণ চলে গিয়েছে। কেরলেও যাঁরা হুমকি পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন এম টি বাসুদেবনের মতো নামী লেখক, পরিচালক কমল। এমন ঘটনার কড়া হাতে মোকাবিলা করা হবে, এর পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে জানান বিজয়ন। সরকার এটা সুনিশ্চিত করতে চায় যে মত প্রকাশের অধিকার আছে প্রত্যেকের, তাই প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে। দেশের বাকি জায়গায় যখন মতপ্রকাশের স্বাধীনতা বিপন্ন, সেসময় কেরল আশার আলো হয়ে উঠেছে বলেও অভিমত জানান বিজয়ন।