জম্মু ও কাশ্মীরের গুরেজে জোড়া তুষার ধসে নিহত ১০ সেনা জওয়ান
ABP Ananda, web desk | 26 Jan 2017 02:17 PM (IST)
শ্রীগনর: জম্মু ও কাশ্মীরে জোড়া তুষার ধসে ১০ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। সেনা জানিয়েছে, গতকাল বান্দিপোরায় নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গুরেজ সেক্টরে সেনা শিবিরে তুষার ধসে বহু সংখ্যক জওয়ান আটকে পড়েন। খারাপ আবহাওয়া ও তুষারপাত উপেক্ষা করেই উদ্ধার কাজ তত্ক্ষনাত শুরু করা হয়। গতকালই সাত জওয়ানকে উদ্ধার করা হয়। এদিন সকালে তিন জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে। ওই গুরেজ এলাকাতেই গতকাল আরও একটি তুষার ধসের ঘটনা ঘটে। শিবিরে যাওয়ার পথে সেনার একটি টহলদারি দল নিঁখোজ হয়ে যায়। সেনার এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে সাত জওয়ানের দেহ উদ্ধার করেছে। যদিও এখনও বেশ কয়েকজনের কোনও খোঁজ মিলছে না। নিখোঁজের সঠিক সংখ্যাও জানা যায়নি।কারণ, ধারাবাহিক তুষারপাতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। গান্ধেরবাল জেলায় গতকাল সোনামার্গে শিবিরে তুষার ধসে সেনার এক মেজর নিহত হন। চার জওয়ান জখম হন। তুষার ধসে মেজর অমিত সাগর ও চার জওয়ান বরফে চাপা পড়েন। উদ্ধার জওয়ানদের চিকিত্সা চলছে। তুষার ধসে জওয়ানদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, তুষার ধসে বীর জওয়ানদের মৃত্যু গভীর শোকাহত। দ্রুত উদ্ধার ও তল্লাশি অভিযানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্য একটি ঘটনায় বান্দিপোরায় বরফে বাড়ি চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গত দুদিন ধরে জম্মু ও কাশ্মীরে একাধিক তুষার ধসের ঘটনা ঘটেছে।