শ্রীনগর: ৬ ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে ৬টি জঙ্গি হামলা চালাল জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। এই হামলায় ১৩ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। চারটি রাইফেলও লুঠ করেছে জঙ্গিরা। এমনই জানিয়েছেন ডিজিপি শেষপাল বৈদ।
গতকাল রাতে প্রথমে পুলওয়ামা জেলার ত্রালে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলা চালানো হয়। আহত হন ১০ জন জওয়ান। দ্বিতীয় হামলা চালানো হয় অনন্তনাগ জেলায় হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির বাসভবনে। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দু জন পুলিশকর্মী আহত হন। তৃতীয় হামলা চালানো হয় পুলওয়ামার অপর একটি সিআরপিএফ ক্যাম্পে। তবে জঙ্গিদের ছোড়া গ্রেনেড মাঝ আকাশেই ফেটে যাওয়ায় কেউ আহত হননি। পুলওয়ামা থানাতেও গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সামান্য আহত হন এক পুলিশকর্মী। এই হামলার পাশাপাশি আজ পুঞ্চ ও রজৌরি জেলায় ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। মর্টার হানার পাশাপাশি ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলিও চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেয়।
প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা বলেছেন, ‘আজ ভোর ভোর পাঁচটা থেকে টানা ৪৫ মিনিট ধরে ভীমবের গলি সেক্টরে গোলাবর্ষণ করে পাক সেনা। সাড়ে নটা থেকে রজৌরি জেলার নৌশেরা সেক্টরে পাকিস্তানের সেনাবাহিনী ছোট আগ্নেয়াস্ত্র, স্বয়ংক্রিয় অস্ত্র ও রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে। ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিতে থাকে। এখনও গুলি চলছে।’ গত চার দিনে এই নিয়ে ৯ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সোমবার তিন বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল পাক সেনা। আজ ফের তারা একই কাজ করল।
জম্মু-কাশ্মীরে ৬ ঘণ্টায় ৬টি হামলা, জড়িত জইশ-ই-মহম্মদ, জানালেন ডিজিপি
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jun 2017 04:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -