ঔরাঙ্গাবাদ: ছ বছরের ভারতী কুটে, বাবাকে এক থেকে ১৫ অবধি মুখস্থ বলতে গিয়ে, এগারোর পর তেরো বলে ফেলেছিল। এই সামান্য কারণে শিশুটির বাবা সঞ্জয় কুটে রেগে গিয়ে শাস্তি সরূপ মেয়ের মুখে গোটা একটা পেঁয়াজ ঢুকিয়ে দিয়ে গিলে ফেলতে বলে। পেঁয়াজটা গিলতে গিয়ে গলায় আটকে শ্বাসরোধ হয়ে মারা যায় শিশুটি। মেয়ের মৃত্যুর পর এই পুরো ঘটনাটা ধামাচাপা দিতে, অভিযুক্ত বাবা স্থানীয় কবরস্থানে গিয়ে বাচ্চা মেয়েটিকে কবর দিয়ে চলে আসে। এই পুরো ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল শিশুটির মা ও দাদা।
ঘটনাটি ঘটে গত ৯ জুলাই। ঔরাঙ্গাবাদ থেকে ২৫০ কিমি দূরে বেলাপুর গ্রামে। ভারতী ওই গ্রামেরই জেলা পরিষদের স্কুলে এমাসের শুরুতে ভর্তি হয়েছিল। সেখানে ভারতী ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিল।
শনিবার রাতে ভারতীর পড়া দেখতে বসে তার বাবা। সেসময় তাকে এক থেকে ১৫ গুনতে বললে, সে পারে না। তখনই রেগে গিয়ে ভারতীকে চড় মারে অভিযুক্ত বাবা, তারপর এই কঠিন শাস্তি দেয়। পেঁয়াজ গিলতে গিয়ে শ্বাসরোধ হয়ে আসে ছোট্ট ভারতীর। সে অজ্ঞান হয়ে পড়ে। তখন মেয়েকে বাজাজ হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটা প্রকাশ্যে আসার আগে মেয়েকে নিয়ে গিয়ে স্থানীয় কবরখানায় কবর দিয়ে দেয় অভিযুক্ত সঞ্জয়।
তবে সোমবার সকালে থানায় গিয়ে গোটা ঘটনার কথা পুলিশকে জানায় মেয়েটির মা। পুলিশ মঙ্গলবার সকালে সঞ্জয়কে আটক করে এবং কবরস্থান থেকে গিয়ে শিশুটির দেহ উদ্ধার করে। আপাতত দেহটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।
গুনতে পারেনি! মুখে পেঁয়াজ ঢুকিয়ে শাস্তি বাবার, গলায় আটকে মৃত্যু শিশুর
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jul 2016 06:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -