হায়দরাবাদ: মিড ডে মিলের কড়াইতে পড়ে মৃত্যু ছয় বছর এক শিশুর। তেলঙ্গানার নালগোন্ডার কাট্টানগুড় মন্ডলের একটি সরকারি প্রাথমিক স্কুলের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, খাবার নেওয়ার লাইনে দাঁড়িয়েছিল জয়বর্ধন নামে ওই ছাত্র। দুর্ঘটনাবশত গরম সাম্বারের পাত্রে পড়ে যায় সে। তাপে পুড়ে যায় সারা শরীর। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সরকারি হাসপাতালে। সেখান থেকে  সরিয়ে ভর্তি করা হয় হায়দরাবাদের ওসমানিয়া হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় শিশুটির।
ঘটনায় স্কুলের শিক্ষক এবং মিড ডে মিল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে হায়দরাবাদের এক স্বেচ্ছাসেবী সংগঠন। ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও দাবি তুলেছে তারা।