নয়াদিল্লি: হায়দরাবাদে ২৬ বছরের পশু চিকিৎসককে ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। রাজ্য, জেলা, শহর, নগর, গ্রাম, বন্দর সব জায়গাতেই অপরাধীদের মৃত্যুর দাবি চেয়ে সরব জনতা। এরই মধ্যে সামনে এল আরও এক নারকীয় ঘটনার খবর। রাজস্থানে ৬ বছরের শিশুকে ধর্ষণ। পরে শিশুরই স্কুল ড্রেস থেকে বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে হত্যা।  পুলিশ সূত্র অনুযায়ী শনিবার এই ঘটনা ঘটেছে।


স্টেশন হাউস অফিসার বিজয় শঙ্কর শর্মা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “৬ বছরের এক শিশুর দেহ সাদাদ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে শিশুর ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। বেল্ট দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে শিশুটিকে।”





পুলিশ অফিসার আরও জানায়, শিশুটিকে না পেয়ে প্রথমে আত্মীয়দের বাড়িতে খোঁজ করে ওর পরিবার। তারপর রবিবার সকালে ঝোপ থেকে শিশুর দেহ উদ্ধার করা হয়।


স্কুলের ক্রীড়াদিবসে সামিল হতেই বেড়িয়েছিল ৬ বছরের ওই মেয়ে। পরনে ছিল স্কুলের পোশাক। ওই দিনের পর থেকেই নিখোঁজ ছিল শিশুটি। পুলিশ জানিয়েছে, যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার করা হচ্ছে, এরপর তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।