মহারাষ্ট্রে গ্রামের স্কুলের রান্নাঘরে মিলল ৬০টি বিষাক্ত সাপ, আতঙ্ক
Web Desk, ABP Ananda | 14 Jul 2018 04:33 PM (IST)
ঔরঙ্গাবাদ: স্কুলের রান্নাঘরে পাওয়া গেল একটা, দুটো নয়, ৬০টি বিষাক্ত রাসেল ভাইপার সাপ! মহারাষ্ট্রের হিঙ্গোলির জেলা পরিষদের একটি স্কুলে একসঙ্গে এতগুলি সাপ বেরনোয় আতঙ্ক ছড়ায় পড়ুয়া, স্কুলের কর্মচারীদের মধ্যে। মারাঠওয়াড়া অঞ্চলের হিঙ্গোলির পাঙ্গরা বোখারে গ্রামের ওই স্কুলের রাঁধুনি প্রথমে দুটি সাপ দেখতে পান রান্নার উনুনের জ্বালানি কাঠের জায়গায়। একটা দুটো কাঠ সরাতেই বাকি সাপগুলি বেরিয়ে পড়ে। স্কুলের প্রধান শিক্ষক ত্র্যম্বক ভোঁসলে বলেন, এতগুলি সাপ দেখে সবাই ভয় পেয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের লোকজন লাঠি, ইট-পাথর নিয়ে ছুটে আসে। তবে ওদের বুঝিয়ে সাপগুলিকে মেরে ফেলা থেকে বিরত রাখা হয়। ভিকি দালাল নামে এক সাপুড়েকে খবর পাঠিয়ে নিয়ে আসা হয়। তিনি দুঘন্টার বেশি চেষ্টা করে সাপগুলিকে বোতলবন্দি করেন। পরে সাপগুলি বন দপ্তরের অফিসারের হাতে তুলে দেওয়া হয়।