নয়াদিল্লি: ২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ পশ্চিম দিল্লির পালাম এলাকায় এই ঘটনা ঘটেছে। ধর্ষণের পর শিশুদুটির হাতে ৫ টাকা করে ধরিয়ে দেয় সে, বলে, বাবা মাকে না জানাতে।
রবিবার ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত শিশুদুটির প্রতিবেশী। তারা বাবা মাকে এ ব্যাপারে জানালে তাঁরা পুলিশে অভিযোগ করেন। গ্রেফতার হয় ওই প্রৌঢ়।
জানা গিয়েছে, ৯ ও ৫ বছর বয়সী শিশুদুটি নিজেদের বাড়ির বাইরে খেলছিল। তখন তাদের মিষ্টি খাওয়ানোর নাম করে বাড়িতে ডেকে নেয় ওই ব্যক্তি, তাদের যৌন হেনস্থা করে। তারা কান্নাকাটি শুরু করলে হাতে ৫ টাকা করে ধরিয়ে সে বলে, এ ব্যাপারে কাউকে কিছু না জানাতে।
কিন্তু পরে ছোট মেয়েটি প্রচণ্ড ব্যথায় কাঁদতে কাঁদতে তার মাকে সব কিছু বলে দেয়। মেয়ের গোপনাঙ্গে ক্ষতচিহ্ন দেখে অন্য মেয়েটির বাড়িতেও খবর দেন তার মা। খবর দেওয়া হয় পুলিশে।
২ শিশুর কাউন্সেলিং চলছে।
২ নাবালিকার হাতে ৫ টাকা গুঁজে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার ৬০ বছরের প্রৌঢ়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Dec 2017 12:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -