বিকানের: ‘রামলীলা’ পালায় হনুমানের চরিত্রে অভিনয় করতে করতেই মৃত্যু হল বছর ৬১-এর এক ব্যক্তির। রাজস্থানের লানকরনসরের ঘটনা।
পুলিশ জানিয়েছে, ধন্না রাম নামে ওই ব্যক্তি হনুমানের ‘সঞ্জীবনী বটিকা’ সংগ্রহের দৃশ্যটি অভিনয় করছিলেন। অভিনয়ের সময় তিনি ১০ ফুট ওপর থেকে লাফ দেন। স্টেজ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, গত ৪০ বছর ধরে হনুমানের চরিত্রে অভিনয় করে আসছেন তিনি।
ধন্না রামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিকানের-এর সাংসদ।
'রামলীলা'-এ হনুমানের চরিত্রে অভিনয় করাকালীন মৃত্যু প্রবীণের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Oct 2016 08:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -