'কনজিওরিং-টু' দেখতে গিয়ে মৃত্যু ৬৫ বছরের বৃদ্ধের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jun 2016 11:01 AM (IST)
তিরুভান্নামালাই: ভূতের ছবি 'কনজিওরিং টু' দেখতে গিয়ে বৃহস্পতিবার রাতে তিরুভান্নামালাইয়ে মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধের। ৬৫ বছরের সেই ব্যক্তি বৃহস্পতিবার রাতে তিরুভান্নামালাইয়ের এক হলে ছবিটি দেখতে গিয়ে ছিলেন। পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশের দুই ব্যক্তি রাতের শোতে ছবিটি দেখতে গিয়েছিলেন। যখন ছবিটি ক্লাইমেক্সে পৌঁছয়, সেসময় হঠাত্ই এক ব্যক্তি হৃদযন্ত্রে যন্ত্রণা অনুভব করেন এবং হলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাঁকে সেখানকার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত দেহটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।