ভোপাল: মধ্যপ্রদেশে গুদামে পচছে টন টন পেঁয়াজ। তা বাঁচানোর জন্য খরচ হচ্ছে কোটি কোটি টাকা।
প্রশাসনিক আধিকারিক সূত্রে খবর, মে মাসে পেঁয়াজের দাম কমে যাওয়ায় মার খায় ব্যবসা। কৃষকদের কাছ থেকে ৬ টাকা কেজি দরে ১০ লক্ষ কুইন্টাল পেঁয়াজ কেনে সরকার। কিন্তু অগাস্ট মাস অবধি পেঁয়াজ বিক্রি হয়নি। নষ্ট হয় প্রায় ৩ লক্ষ পেঁয়াজ। এরপর ১ টাকা কেজি দরে পেঁয়াজ ন্যায্যমূল্যের দোকানে পেঁয়াজ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু তাতেও প্রচুর পেঁয়াজ বিক্রি করা যায়নি।
মধ্যপ্রদেশ স্টেট কোঅপারেশন মার্কেটিং ফেডারেশনের জেনারেল ম্যানেজার যোগেশ যোশি বলেন, আমরা ১০.৪ লক্ষ কুইন্টাল পেঁয়াজ কিনেছিলাম। তারমধ্যে ১.৪৬ লক্ষ কুইন্টাল পেঁয়াজ ন্যায্যমূল্যের দোকানে বিক্রি হয়েছে। নষ্ট হয়েছে প্রচুর পেঁয়াজ। এখন বাকি প্রায় ৭ লক্ষ পেঁয়াজ যাতে নষ্ট না হয়, তার জন্য বিপুল অঙ্কের টাকা খরচ করেছে সরকার। ৬.৭৬ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে।


কিন্তু সরকারি সহায়তা ঠিকমতো মেলেনি বলে অভিযোগ কিছু ন্যায্য মূল্যের দোকানদারের। তারা জানিয়েছে, তাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগই করা হয়নি। অনেকেই ১ টাকা কেজি দরে পেঁয়াজ পাননি বলে জানিয়েছেন তাঁরা।