দুই মাস ধরে ধর্ষণের শিকার কেরলের অনাথ আশ্রমের সাত কিশোরী
ABP Ananda, web desk | 07 Mar 2017 02:37 PM (IST)
কালপেটা: অনাথআশ্রমের সাতজন কিশোরীকে দুমাস ধরে ধর্ষণের ঘটনা প্রকাশ্য এল। কেরলের ওয়েনাড় জেলার কালপেটের মুত্তিলের একটি অনাথ আশ্রমের আবাসিক ওই সাত কিশোরী। তাদের বয়স ১৪ থেকে ১৫-র মধ্যে। ওই কিশোরীদের মধ্যে একজনকে নিকটবর্তী একটি দোকান থেকে বেরোতে দেখে সন্দেহ হয় আশ্রমের এক কর্মীর। তিনিই জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারেন। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। কয়েকজনকে জেরাও করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। উল্লেখ্য, কিছুদিন আগেই কান্নুর জেলার কোট্টিয়ুরে ১৬ বছরের এক কিশোরীকে চার্চের ভিকারের ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছিল। গত সাত ফেব্রুয়ারি ওই কিশোরী সন্তান প্রসবের পর এই ঘটনা প্রকাশ্যে আসে। এরপর ওই যাজক সহ আরও সাত অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছে পাঁচজন নার্স। ঘটনায় অভিযুক্ত এক চিকিত্সক এখনও ফেরার।