রায়পুর: সাত মাওবাদী নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ছত্তিশগড়ের নারায়ণপুরের গ্রাম পুষ্পলের জঙ্গলে। এ কথা জানিয়েছেন রাজ্য পুলিশের বিশেষ ডিরেক্টর জেনারেল (মাওবাদী দমন অভিযান) ডি এম অবস্থি।
মাওবাদী অধ্যুষিত অবুঝমারের অন্তর্ভুক্ত পুষ্পল রায়পুর থেকে প্রায় ৩৫০ কিমি দূরে।
অবস্থি জানান, মঙ্গলবার সকালে ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ (ডিআরজি) ও জেলা ফোর্সের যৌথ দল পার্শ্ববর্তী দান্তেওয়াড়া জেলার বারসুর থানা থেকে সন্ত্রাস দমন অভিযানে নেমে দুই জেলার সীমান্ত সংলগ্ন পুষ্পল গ্রাম ঘিরে ফেলতেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা, যা ক্রমশ দীর্ঘ সময়ের তীব্র গুলির লড়াইয়ে পরিণত হয়।
এক সময় গুলি বিনিময় বন্ধ হওয়ার পর নিরাপত্তাবাহিনী সংঘর্ষস্থলে তল্লাসি চালিয়ে সাত মাওবাদীর দেহ উদ্ধার করে। দুটি ইনসাস রাইফেল, অন্যান্য অস্ত্রশস্ত্রও পাওয়া যায় সেখানে।
এদিকে ছত্তিশগড়ের সুকমার জঙ্গলে আধাসামরিক বাহিনীর ২১২ ব্যাটালিয়নের একটি টহলদারি দল কিস্টারাম থানা এলাকায় রাস্তা খোলার ডিউটিতে গিয়েছিল। পাগাইগুড়া গ্রামের কাছে একটি জায়গা ঘিরে ফেলার সময় সেখানে ভুল করে মাওবাদীদের পুঁতে রাখা প্রেসার বোমা(আইইডি) পা দিয়ে ফেলেন এক জওয়ান। বিস্ফোরণে ঘনশ্যাম নামে ওই কনস্টেবলের একটি পায়ের নীচের অংশ উড়ে যায়।
ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত ৭ মাওবাদী
Web Desk, ABP Ananda
Updated at:
21 Feb 2017 06:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -