নয়াদিল্লি: লিঙ্গবৈষম্যের বিভেদ ঘুচিয়ে নজির সৃষ্টি করল ভারতীয় নৌসেনা। একসঙ্গে সাতজন মহিলা শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) অফিসারকে বাহিনীতে পার্মানেন্ট কমিশন দেওয়া হল।
এতদিন স্থলসেনা ও বায়ুসেনাতেই মহিলাদের পার্মানেন্ট কমিশন (স্থায়ী) করার রীতি চালু ছিল। নৌসেনায় মহিলাদের স্রেফ শর্ট সার্ভিস কমিশন (১৪ বছরের কর্মজীবন) দেওয়া হত। এবার নৌসেনাও সেই পথ অনুসরণ করল। ফলে, এদিন নৌবাহিনীর জন্য একটি ঐতিহাসিক দিনও বটে।
নৌবাহিনীর তরফে এদিন এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, মহিলা অফিসারদের সমান সুযোগ দেওয়ার গুরুত্বকে মাথায় রেখে সাতজন মহিলা অফিসারকে পার্মানেন্ট কমিশন দেওয়া হল। প্রসঙ্গত, ওই সাতজন অফিসার ২০০৮-০৯ সালে বাহিনীর শিক্ষাবিভাগ ও নেভাল কনস্ট্রাকশন ক্যাডারে যোগ দিয়েছিলেন।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মহিলারা যাতে বাছাই করা যুদ্ধজাহাজে সবরকম সুযোগ-সুবিধা সমেত কাজ করতে পারেন, তার জন্য নীতি প্রণয়ন করছে নৌসেনা। তবে জানা গিয়েছে, আপাতত শিক্ষা, আইন ও নৌ-স্থাপত্য বিভাগে এসএসসি ক্যাডারে কর্মরত মহিলা অফিসারদেরই এই পার্মানেন্ট স্টেটাস দেওয়া হবে।
প্রথমবার ৭ মহিলা অফিসারকে এসএসসি থেকে পার্মানেন্ট কমিশন দিল নৌসেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2016 10:31 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -