নর্দমায় তলিয়ে ৭ বছরের কিশোরের মৃত্যু, চলতি সপ্তাহে ৩ বার ঘটল এমন দুর্ঘটনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jul 2019 08:42 PM (IST)
নর্দমায় তলিয়ে গিয়ে মৃত্যু হল ৭ বছরের কিশোরের। ঘটনা মুম্বইয়ের রাজীব গাঁধী কলোনির।
মুম্বই: নর্দমায় তলিয়ে গিয়ে মৃত্যু হল ৭ বছরের কিশোরের। ঘটনা মুম্বইয়ের রাজীব গাঁধী কলোনির। সোমবার অমিত মুন্নালাল জয়সওয়াল নামের ওই কিশোরের দেহ উদ্ধার করেছে মুম্বই পুলিশ। স্থানীয় সূত্রে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় এবং অমিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই কিশোরকে মৃত ঘোষণা করে। চলতি সপ্তাহে এমন ঘটনা পরপর তিনবার ঘটল। বুধবার রাতেই দিব্যাংশ নামের ১৮ মাসের এক শিশু নর্দমায় পড়ে যায়। ঘটনা গোরেগাওঁ-এর। শনিবার ১২ বছরের এক বালক জলমগ্ন কূপে পড়ে যায়। তারও মৃত্যু হয়। সোমবার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০১৪-এ ধারায় একটি মামলা দায়ের করেছে। যারা এই পরিষেবার দায়িত্বে (নর্দমার রক্ষণাবেক্ষণ) রয়েছে, তাদের বিরুদ্ধেই এই মামলা দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর।