নয়াদিল্লি:  স্বাধীনতা দিবসের এখনও দিন ছয়েক বাকি, কিন্তু তার আগেই নেটিজেনরা মেতে গেলেন যা খুশি তাই স্বাধীনভাবে কেনাকাটার নেশায়। সৌজন্যে দুটি বৃহত্তর অনলাইন সংস্থার দেওয়া সেল অফার। ফ্লিপকার্টের 'দ্য বিগ ফ্রিডম সেল' শুরু হয়েছে, একইসঙ্গে শুরু অ্যামজনের 'গ্রেট ইন্ডিয়ান সেল'। দুটোতেই ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনাকাটা করা যাচ্ছে। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান সেল শুরু হচ্ছে আজ থেকে। চলবে আগামী ১১ অগাস্ট পর্যন্ত। অ্যামজনকে টেক্কা দিতে প্রায় সঙ্গে সঙ্গেই দেশের অন্যতম বৃহত্তর অনলাইন সংস্থা ফ্লিপকার্ট বিগ ফ্রিডম সেল দেওয়া শুরু করেছে। আর ফ্লিপকার্টের অফারটিও ৯, ১০ ও ১১ অগাস্ট পাওয়া যাবে। প্রাক-স্বাধীনতা দিবসের আগে এই দুই অনলাইন সংস্থা শুধু বিভিন্ন ব্র্যান্ডেড জিনিষে ছাড় দিচ্ছে না, সঙ্গে দিচ্ছে ক্যাসব্যাকের প্রস্তাবও। প্রায় সবধরনের মানের ও বিভিন্ন ব্র্যান্ডের জিনিষ পাওয়া যাচ্ছে এই সেলে। এই দুই অনলাইন সংস্থার সেলে সবচেয়ে লোভনীয় কোন অফারগুলো দেখে নেব একনজরে অ্যামাজনে ৩৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে মোবাইল ফোনের ওপর। অ্যাপেলের আইফোনের ওপর দারুন অফার রয়েছে। এদিকে ফ্লিপকার্ট গুগলের ফ্ল্যাগশিপ ফোন পিক্সেল তাদের অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছে বাজারের দামের থেকে ১৮ হাজার টাকা কম দামে। এছাড়া স্যামসাঙ, লেনোভ, মোটরোলার মতো ব্র্যান্ডের ফোনেও পাওয়া যাচ্ছে নানা রকমের আকর্ষণীয় ছাড়। লোভনীয় এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ফোনে। অ্যামাজনেও পুরনো স্মার্টফোন দিয়ে আকর্ষণীয় দামে নতুন ফোন পাওয়া যাচ্ছে। এমনকি ১৭ হাজার পর্যন্ত ক্যাসব্যাক দেওয়া হচ্ছে। অন্যান্য ব্র্যান্ডের ফোন যেমন এলজি কিউ সিক্স এবং ব্ল্যাকবেরি কে ওয়ানও আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে অ্যামজনে। ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এবারের সেলের অফারে অ্যামজন দেশ-বিদেশের প্রায় ১২০০ ফ্যাশন ব্র্যান্ডের তিন লক্ষ ডিজাইনার ড্রেসেস ৮০ শতাংশ ছাড়ে দিচ্ছে তাদের অনলাইন প্ল্যাটফর্মে। শুধু পোশাক নয়, জুতো, ঘড়ি, গয়না, হ্যান্ডব্যাগেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে অ্যামাজনে। যে সমস্ত ব্র্যান্ডে আকর্ষণীয় ছাড় রয়েছে, তারমধ্যে রয়েছে অ্যারো, পুমা, ফসিল, অ্যাডিডাস, রিবক, আমেরিকান টুরিস্টার, ওয়াইল্ড ক্রাফ্ট। তবে অনলাইন সেলে সাধারণত যে জিনিষগুলো তেমন আকর্ষণীয় অফারে পাওয়া যায় না, সেগুলো এবার বিশেষ ছাড়ে দিচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট। এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজে দারুন সমস্ত ছাড় পাওয়া যাচ্ছে। অ্যামাজনে ৩০ শতাংশ ছাড়ে এলজি, ব্লু স্টার, স্যামসাঙয়ের এসি পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট ওই একই ধরনের ডিসকাউন্ট দিচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের টিভিতে। এদিকে অ্যামজন যখন বিভিন্ন পুরনো জিনিষের এক্সচেঞ্জে ছ হাজার টাকা পর্যন্ত ক্যাসব্যাক অফারে দিচ্ছে, তখন ফ্লিপকার্ট তাদের প্ল্যাটফর্ম থেকে বিক্রি হওয়া ফ্রিজ, ওয়াশিং মেশিনের ওপর ওয়ারেন্টি বাড়িয়ে দিচ্ছে। রান্নাঘরের সামগ্রীর ওপর সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাচ্ছে এই সিজনের সেলে।