পঞ্জাব: পরিবারের সম্মান নষ্ট হওয়ার ভয়ে কাউকে বলেননি, মুখ বুজে দুবছর ধরে ছেলের ধর্ষণ সহ্য করেছেন ৭০ বছরের মা! কিন্তু ভিতরের যন্ত্রণা সইতে না পেরে মেয়ের কাছে বলেন সব। ৪৫ বছর বয়সি অবিবাহিত ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

পঞ্জাবের গুরদাসপুরের গ্রামে এই পাশবিক যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে।

একমাত্র ওই এক ছেলেরই বিয়ে হয়নি, সে ছাড়া ওই বয়স্ক মহিলার চার ছেলে, তিন মেয়ের সকলেই বিবাহিত, যে যার মতো আলাদা থাকে। তিনি থাকতেন ওই ছেলের সঙ্গে। গত দু বছর ধরে সে-ই নেশার ঘোরে তাঁর ওপর যৌন নির্যাতন চালিয়েছে। এক মেয়ে তাঁর সঙ্গে দেখা করতে এলে তাকে সব জানান মহিলা। বাকি ছেলে, মেয়েরাও সব জেনে যায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয় সকলে।

অভিযোগ দায়ের হওয়ার পর থেকে 'কীর্তিমান' পুত্র অবশ্য বেপাত্তা। জোর তল্লাশি চলছে তার খোঁজে।