৭০ বছর বয়সী মাকে নির্মম নির্যাতন ছেলের
Web Desk, ABP Ananda | 10 Dec 2016 06:42 PM (IST)
নয়াদিল্লি: ‘সুপুত্তুরের কীর্তি’। মাকে এইভাবে মারধর করতে একটুও হাত কাঁপেনি ছেলের। দিল্লির শাহদরার ঘটনা। ভিডিও এবং ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুন্দন শ্রীবাস্তব নামে এক সমাজকর্মী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল। যা দেখে সকলেই স্তম্ভিত। ভিডিওটি দেখা যাচ্ছে ৭০ বছরের বৃদ্ধা রাজিন্দারি দেবীকে নৃশংসভাবে মারধর করে কী হাল করেছে ছেলে নন্দ কিশোর। বৃদ্ধা জানিয়েছেন, তাঁকে মেরে ফেলতে গিয়েছিল ছেলে। কোনওভাবে রক্ষা পেয়েছেন। জানা গিয়েছে, মায়ের জমানো টাকা এবং মাসের রোজগারের দিকে নজর ছিল ছেলের। মারধর একদিনের ঘটনা নয়। রোজই চলত। ঘটনার দিন নৃশংসতা সীমা ছাড়িয়েছিল। চাপের মুখে পড়ে থানায় অভিযোগ জানাতে বাধ্য হন তিনি। কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত তার ঠিকানা এখন তিহার জেল। দেখুন ভিডিও: