খবরে প্রকাশ, মুম্বই শহরতলির গোভান্দির শিবাজী নগরে একটি টেম্পো থেকে ওই বিপুল পরিমাণ মাংস বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয়েছে গাড়িচালক ও তার সহকারীকে।
অভিযোগ, পার্শ্ববর্তী রায়গড় জেলার পানবেলে মাংস বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ।
বাজেয়াপ্ত হওয়া মাংস আদতে গো-মাংস কি না, তা পরীক্ষা করতে তার নমুনা কালিনার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পাশাপাশি, বাকি মাংস পুর নিগমের হাতে তুলে দিয়েছে পুলিশ।
মুম্বই পুলিশের ডিসিপি শাহাজি উমাপ জানান, নমুনার রিপোর্ট এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত, চালক ও তার সহকারীকে জেরা করা হচ্ছে।