নয়াদিল্লি: নোট বাতিলের সিদ্ধান্তে জোর ধাক্কা খেয়েছে মাওবাদীরা, জম্মু ও কাশ্মীরের জঙ্গিরা। তাদের টাকা জোগানের উত্স বন্ধ হয়ে গিয়েছে়। দাবি করলেন নরেন্দ্র মোদী। রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে বিতর্কের জবাবে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ, নকশালপন্থায় মদত দিতে নগদ অর্থ, জাল নোট কাজে লাগানো হয়েছে বলে দাবি করেন।
নোট বাতিলে সরাসরি ক্ষতি হয়েছে সন্ত্রাসবাদী, নকশালপন্থীদের, জানান মোদী। বলেন, নোট বাতিল হওয়ার পর গত ৩০-৪০ দিনে ৭০০-রও বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছে। আরও অনেকে করছে। তিনি এও বলেন, এ তো হতে পারে না যে, মাওবাদীদের আত্মসমর্পণে এই সভার কেউ খুশি হননি। কী করে তা হয়! আর তা না হলে ব্যাপারটা অন্যরকম দাঁড়ায়।
প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক চিত্কার জুড়ে দিয়েছেন, বলছেন, জঙ্গিদের হাতে ২০০০ টাকার নোট আছে। আমাদের বুঝতে হবে, দেশে নোট বাতিল হওয়ার পর ব্যাঙ্ক লুঠ করে নতুন নোট ছিনতাইয়ের চেষ্টা হয়েছে, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে, কেননা সন্ত্রাসবাদীরা নোট বাতিলের ফলে দৈনিক কাজকর্মই চালাতেই বিরাট সমস্যায় পড়েছে। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক লুঠের ঘটনার কয়েকদিন বাদে নিহত জঙ্গিদের কাছ থেকে নতুন নোট মিলেছে।

7