নয়াদিল্লি: ভালোবাসা বাঁচাতে সুরের সুরভি ঢেলে এক বৃদ্ধের অনবদ্য প্রয়াস। জীবনের কোনও কোনও সন্ধিক্ষণে প্রশ্ন ওঠে, কীভাবে বাঁচাতে হবে ভালোবাসাকে? এই প্রশ্নের উত্তর কোনও সময়ই সহজ নয়। কেউ কেউ এজন্য এমন সব কাজ করেন, যা চিন্তাভাবনার সমস্ত সীমা ছাড়িয়ে যায়। কখনও কখনও তা হয়ে ওঠে এক মর্মস্পর্শী সুরেলা কাহিনী। ৭২ বছরের বৃদ্ধ স্বপন শেঠ তাঁর ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে হাতে তুলে নিয়েছেন ভায়োলিন। নিজের সম্বল একমাত্র সঙ্গীত শিক্ষার মাধ্যমে স্ত্রীর চিকিত্সার জন্য অর্থসংগ্রহ করছেন এই বৃদ্ধ। সকলের নজর এড়িয়ে নীরবেই এই কাজ করছিলেন স্বপনবাবু। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রাক্তন পরামর্শদাতা তথা লেখক সৃজন পাল সিংহ স্বপন বাবুর একটি ভিডিও পোস্ট করেছেন। তারপর থেকেই তা ভাইরাল হয়ে গিয়েছে। সৃজন পাল সিংহর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লির ওল্ড কফি হাউসে বেহালার ছড়ে করুণ-প্রেমের সুর তুলছেন এক বৃদ্ধ। এই বৃ্দ্ধই স্বপনবাবু। এই ভিডিও তিনি কেন শেয়ার করলেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সৃজন পাল সিংহ কালামের কথা উল্লেখ করেছেন। কালাম বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যেই একটা সুন্দর বাস করে। আর এজন্য পৃথিবীটা টিকে রয়েছে। সারা বিশ্ব তথা দেশ যখন জাতীয়তাবাদ, নোট বাতিলের মতো বিষয় নিয়ে উত্তাল, তখন বেহালায় সুর বুনছেন স্বপনবাবু। উদ্দেশ্য একটাই। স্বপনবাবুর এই প্রয়াস অনুপ্রেরণাকর বলেই মন্তব্য করেছেন কালামের প্রাক্তন পরামর্শদাতা। দুদিনের মধ্যে সৃজন পাল সিংহর পোস্টটি ১০ হাজার শেয়ার হয়েছে। জানা গেছে, স্বপনবাবু কলকাতার বাসিন্দা। তাঁর স্ত্রী মুম্বইয়ের হাসপাতালে চিকিত্সাধীন। স্ত্রীর চিকিত্সার অর্থ সংগ্রহের জন্য এই বৃদ্ধ বয়সেও সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন তিনি। কীভাবে কাউকে ভালোবাসতে হয়, তার একটা জ্বলন্ত নির্দশনই শুধু নয়, স্বপনবাবু নতুন প্রজন্মকে শিখিয়েছেন, ভালোবাসাকে কীভাবে বাঁচিয়ে রাখতে হয়। এই মহান লক্ষ্যে সুরের সুরের জাল বুনছেন তিনি। সঙ্গীত কীভাবে ধর্ম ও স্ট্যাটাসের বেড়াজাল ভেঙে প্রেমের দীপশিখা উজ্জ্বল করে, তার উদাহরণ নিজের অজান্তেই গড়ে তুলেছেন স্বপনবাবু। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকেই অনেক মানুষই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।