সিমলা: ১৫ এপ্রিল ১৯৪৮, ৩০টি পার্বত্য প্রদেশ নিয়ে আত্মপ্রকাশ করেছিল হিমাচল। সেই থেকে আজ পর্যন্ত ১৫ এপ্রিল দিনটি এই পাহাড়ি রাজ্যে পালিত হয় হিমাচল দিবস। এবারও পালিত হল  হিমাচল দিবস, তবে তা একেবারেই নামমাত্র। কোনও জনসমাগম নেই। সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রশাসনিক অনুষ্ঠান শেষ করলেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। পুলিশ আধিকারিক এবং জনা কয়েক সরকারি আমলা ছাড়া আরও কেউ এই অনুষ্ঠানে ছিলেন না। পতাকা উত্তোলন তারপর নিয়ম মাফিক স্যালুট, এতেই অনুষ্ঠান শেষ।


অতীতে যে অনু্ষ্ঠান করতে অন্তত ২ ঘণ্টা সময় লাগত, এবার লকডাউনে তা শেষ হল মাত্র ১০ মিনিটেই। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুকর জানিয়েছেন, “করোনা মহামারী রুখতে আমাদের রাজ্য উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। আমি প্রতিনিয়ত গোটা পরিস্থিতি সম্পর্কে খবরাখবর নিচ্ছি।”





প্রসঙ্গত, লকডাউনের সঙ্গে সঙ্গে এই রাজ্যে কার্ফু জারি করেছে সরকার। ট্যুরিস্টদের যাতায়েত তো বটেই, কোনও ধর্মীয় অনুষ্ঠান কিংবা জমায়েতের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সরকার বাড়ি বাড়ি খাবার পৌছে দেওয়ারও বন্দোবস্ত করেছে।  সারা দেশে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজারের ওপরে, সেখানে হিমাচলে এখনও পর্যন্ত আক্রান্ত ৩৩।