জুয়াচক্র চালানোর দায়ে গ্রেফতার ৭৫ বছরের পঙ্গু বৃদ্ধ
Web Desk, ABP Ananda | 06 Mar 2017 12:09 PM (IST)
ফাইল ছবি
নয়াদিল্লি: জ্যোতিষ ব্যবসার আড়ালে জুয়াচক্র চালানোর দায়ে ৭৫ বছর বয়সি এক পঙ্গু ব্যক্তি, তাঁর ছেলে এবং তিন জুয়াড়িকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ১৫ হাজার টাকা। ঘটনা দিল্লির সঙ্গম বিহার অঞ্চলের। পুলিশ সূত্রে খবর, রামস্নেহী লাল নামে ওই ব্যক্তি নিজের বাড়িতে বসেই জুয়াচক্র চালাচ্ছিলেন। এই কাজে তিনি ছেলে ছোটেকেও সামিল করেন। এর আগেও তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। কিন্তু সেবার পঙ্গু বলে পুলিশের চোখে ধুলো দেন রামস্নেহী। তবে এবার আর ছাড় পেলেন না তিনি। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে হানা দিয়ে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। জুয়ার যাবতীয় নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।