মুজফ্ফরনগর: রেশনে কম শস্য দেওয়ার প্রতিবাদ করায় এক ৭৫ বছরের বৃদ্ধাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মুজ্জফরনগরের ফিরাজাবাদ গ্রামে আসি নামে ওই বৃদ্ধা স্থানীয় রেশন দোকান থেকে শস্য নিতে গিয়েছিলেন। কম রেশন দেওয়ার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন। অভিযোগ, দোকানের মালিক নসীম এবং শামিম ও জানু নামে তিনজন মিলে বৃদ্ধাকে পিটিয়ে মেরে ফেলেন। নিহতরে ছেলে ভুরা অভিযোগ দায়ের করেন পুলিশে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে নিহতের দেহ নিতে অস্বীকার করে গ্রামবাসীরা। পুলিশ দেহটি ময়নাতদব্তে পাঠিয়েছে।
কম রেশনের প্রতিবাদ, ‘পিটিয়ে খুন’ ৭৫ বছরের বৃদ্ধাকে
Web Desk, ABP Ananda | 08 Apr 2018 08:22 PM (IST)