নয়াদিল্লি: লাদাখের গালওয়ানে চিনা সেনার হামলায় গুরুতর জখম ১৮ জওয়ানের অবস্থা এখন স্থিতিশীল বলে জানানো হল সেনা সূত্রে। তাঁরা প্রত্যেকেই লে-র হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি আরও ৫৮ জন আহত বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সেনার তরফে জানানো হয়েছে, সপ্তাহ খানেকের মধ্যেই কাজে যোগ দিতে পারবেন তাঁরা।
সেনার এক আধিকারিক সংবাদসংস্থা এএনআই-কে বলেছেন, ‘এখন কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। ১৮ জন জওয়ান লে-র হাসপাতালে ভর্তি এবং ১৫ দিনের মধ্যে কাজে যোগ দিতে পারবেন। অন্যান্য হাসপাতালে ৫৮ জন ভর্তি আছেন। তাঁরা এক সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে পারবেন। সকলের আঘাতই সামান্য। তাই এক সপ্তাহের সময়সীমা দেওয়া হচ্ছে।’
তবে চিনা হামলার পর কোনও ভারতীয় জওয়ান নিখোঁজ নন বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। গালওয়ানে ভারত ও চিন সংঘর্ষের জেরে শহিদ হয়েছেন এক কর্নেল-সহ ২০ ভারতীয় জওয়ান। অক্ষত অবস্থায় দেশে ফিরেছেন ১০ জওয়ান। সংঘর্ষের ৩ দিন পর এক কর্নেল সহ তিন মেজর বেরলেন চিনা হেফাজত থেকে। দুই পক্ষের মেজর জেনারেল পর্যায়ে বৈঠকের পর বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ অক্ষত অবস্থায় ফিরে এসেছেন ১০ জওয়ান। ভারতীয় সেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, "এটা পরিষ্কার যে কোনও ভারতীয় সৈন নিখোঁজ নেই।"
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবও জানিয়েছেন যে, কোনও ভারতীয় সেনা জওয়ান নিখোঁজ নন।
গালওয়ানে চিনা হামলায় আহত ৭৬ জওয়ানের অবস্থা স্থিতিশীল, খবর সেনা সূত্রে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jun 2020 01:08 PM (IST)
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবও জানিয়েছেন যে, কোনও ভারতীয় সেনা জওয়ান নিখোঁজ নন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -