বিহারে মাওবাদী হানায় হত ৮ কোবরা জওয়ান
ABP Ananda, web desk | 18 Jul 2016 06:43 PM (IST)
গয়া: বিহারের ঔরঙ্গাবাদ ও গয়ার মাঝে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে নিহত ৮ কোবরা জওয়ান। বিহার প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণের পর যৌথ বাহিনীকে ঘিরে গুলি চালায় মাওবাদীরা। আকস্মিক হামলায় পিছু হটলেও পাল্টা জবাব দেন জওয়ানরাও। গুলির লড়াইয়ে ৩ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিহার প্রশাসন। জানা গিয়েছে, বড়মাপের দলবল নিয়ে পরিকল্পনামাফিক কোবরা বাহিনীর জওয়ানদের ওপর হামলা চালায় মাওবাদীরা।