নয়াদিল্লি: গত শনিবার জম্মু ও কাশ্মীরে চোরাগোপ্তা জঙ্গি হামলায় নিহত ৮ সিআরপিএফ জওয়ানকে আনুষ্ঠানিক ভাবে শহিদের মর্যাদা দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু এ কথা ঘোষণা করে সাংবাদিকদের আজ বলেন, আনুষ্ঠানিক ভাবে শহিদ ঘোষণা করার কোনও পলিসি নেই। কিন্তু সরকার মনে করে, দেশের সেবা করতে গিয়ে যাঁরাই নিজের জীবন দেন, তাঁদের সবাইকে শহিদ বলে দেখা উচিত। সেই দৃষ্টিকোণ থেকেই শনিবার কাশ্মীরের পুলওয়ামার পামপোরে প্রাণ হারানো আট সিআরপিএফ জওয়ানকেও অবশ্যই শহিদ বলা চলে।
এদিকে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনও সশস্ত্র বাহিনীর সদস্যদের মতো কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদেরও শহিদের মর্যাদা দেওয়ার কথা বলেছে। বেতন কমিশন গত বছরের ১৯ নভেম্বর সরকারের কাছে যে সুপারিশগুচ্ছ পাঠায়, তাতে বলা হয়, দায়িত্ব, কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যু হলে প্রতিরক্ষা বাহিনীর জওয়ানদের মতো কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শহিদের সম্মান প্রাপ্য বলে অভিমত কমিশনের।
প্রসঙ্গত, দেশে পাঁচটি আধা সামরিক বাহিনীতে রয়েছেন প্রায় ১০ লক্ষ জওয়ান।
শনিবার কাশ্মীরে জঙ্গি হানায় হত ৫ সিআরপি জওয়ানকে শহিদের মর্যাদা, ঘোষণা রিজিজুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jun 2016 11:58 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -